আমার ল্যাপটপের সিডি/ ডিভিডি ড্রাইভার হাইড হয়ে আছে এটাকে শো অফ করাবো কিভাবে

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারআমার ল্যাপটপের সিডি/ ডিভিডি ড্রাইভার হাইড হয়ে আছে এটাকে শো অফ করাবো কিভাবে
Rubel Datta asked 6 years ago

আমার কম্পিউটারে সিডি/ডিভিডি ড্রাইভার আসছেনা।এখন কিভাবে এটা আবার ফিরিয়ে আনবো??


2 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

প্রথমে দেখুন আপনার সিডি/ডিভিডি রোম এ পাও্য়ার পাচ্ছে কিনা ।  সেটা দেখবার জন্য সিডি/ডিভিডি রোম  এর পাওয়ার বাটনে চাপলে বের হবে সেটি সিডি/ডিভিডি নেবার জন্য ।


যদি ঠিক থাকে, তাহলে এবার দেখতে হবে Manage থেকে । সেটা করতে Desktop থেকে Computer/ This PC  আইকন এ একবার রাইটি ক্লিক করে নিন । তার পর Manage এ ক্লিক করুন । এবার Disk Management এ ক্লিক করে দেখুন যে আপনার সিডি/ডিভিডি রোম  টি দেখাচ্ছে কিনা ।

go to manage

 

Disk Management

যদি আপনার ক্ষেত্রে CD-ROM না থাকে, তাহলে বুঝতে হবে CD-ROM এর Hardware এর সমস্যা । এবং এই সমস্যার ক্ষেত্রে Laptop যারা ঠিক করে তাদের সাথে যোগাযোগ করা ভালো হবে ।  আর যদি থাকার পরও না আসে CD/DVD, তাহলে Disk management এর  CD-ROM এর উপরে রাইট ক্লিক করে Change Drive Letter and Paths এ ক্লিক করুন ।

Change Drive Letter

Change Drive Letter

Change Drive Letter and Paths এ ক্লিক করার পর Add বাটনে ক্লিক করে নিন এবং OK তে ক্লিক করুন ।

add Drive letter

add Drive letter

Md Shariar Sarkar Staff answered 6 years ago

ছবি গুলো যোগ করা হলো বোঝার সুবিধার্থে …


Your Answer

16 + 16 =

error: Content is protected !!