আলোক শক্তিঃ
বিভিন্ন রকমের আলো তৈরি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে থাকে তাকেই আলোক শক্তি বলা হয়। এটি স্বচ্ছ যে কোন বস্তুর ভিতর দিয়ে যেতে পারে। বৈদ্যুতিক বাতি, মোমবাতি, সূর্য প্রভৃতি থেকে আমরা আলোক শক্তি পেয়ে থাকি।
শব্দ শক্তিঃ
যে শক্তি আমাদের শ্রবণে সহায়তা করে থাকে তাকেই শব্দ শক্তি বলা হয়। যে কোন বস্তুর কম্পনের ফলেই শব্দের সৃষ্টি হয়। এটি বাতাস কিংবা অন্য কিছুর মধ্য দিয়ে চলতে পারে। শব্দ শক্তি ব্যবহার করে আমরা গান শুনতে পারি।