কিভাবে আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারি? ব্যাখ্যা কর।

প্রশ্ন উত্তরCategory: সাধারণকিভাবে আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারি? ব্যাখ্যা কর।
Abdullah Al Faroque Staff asked 8 months ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 8 months ago

যেসব উপায় অবলম্বন করলে আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারি সেগুলো নিম্নে আলোচনা করা হলোঃ


  • বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি;
  • কাজ শেষে আমরা বাতি নিভিয়ে বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি;
  • গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি;
  • কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করে পরিবেশ দূষণ রোধ করা;
  • মাটি, পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং গাছ লাগিয়ে আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারি।
  • পরিবেশ দূষণ রোধে অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা সৃষ্টি করা।

Your Answer

4 + 13 =

error: Content is protected !!