ইন্টারনেটের মাধ্যমে প্রাপ্ত সুবিধাগুলি কি কি?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারইন্টারনেটের মাধ্যমে প্রাপ্ত সুবিধাগুলি কি কি?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

ইন্টারনেটের  মাধ্যমে যেসব সুবিধা পাওয়া সেগুলো উল্লেখ করা হলো-


ইন্টারনেটের মাধ্যমে প্রাপ্ত সুবিধা

  • ইন্টারনেট হলো তথ্যের বিশাল ভান্ডার। এমন কোন তথ্য নেই যা ইন্টারনেটে পাওয়া যায় না। ইন্টারনেটে যুক্ত হয়ে চাহিত তথ্য সার্চ করলে বিশ্বের অসংখ্য সার্ভারে থাকা তথ্যগুলো প্রদর্শন করে।
  • ইন্টারেনেটে মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্তে ই-মেইলের মাধ্যমে কোন বড় ডকুমেন্ট বা ফাইল এ্যাটাচমেন্ট করে পাঠানো যায়।
  • ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স সুবিধা পাওয়া যায়।
  • VOIP এর মাধ্যমে প্রচলিত ফোনের চাইতে স্বল্প খরচে যে কোন প্রান্তে কথা বলা যায়।
  • ইন্টারনেট টিভি ও ইন্টারনেট রেডিও চালুর মাধ্যমে ঘরে বসেই টেলিভিশনের বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠান উপভোগ করা যায়।
  • বিভিন্ন ধরনের সফটওয়্যার, বিনোদন ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়।
  • ইন্টারনেটে সংবাদপত্র এবং পত্র পত্রিকার খবর পড়া যায়।
  • ইন্টারনেটের মাধ্যমে ই-কমার্সের সাহায্যে ঘরে বসেই পণ্য কেনা যায়।
  • ঘরে বসেই বিশ্বের নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা গ্রহণ করা যায়।
  • ইয়াহু মেসেঞ্জার, স্কাইপি, ফেসবুক ইত্যাদি ইন্সট্যান্ট মেসেঞ্জারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিশ্বের যে কোন প্রান্তে থাকা যে কোন ব্যক্তির সাথে টেক্সট ও ভিডিও শেয়ার করা যায়।
  • অনলাইনে চিকিৎসা সেবা গ্রহণ করা যায়।
  • গুগল ম্যাপস এর মাধ্যমে বিশ্বের যে কোন স্থানের স্যাটেলাইট মানচিত্র দেখে ঐ স্থান সম্পর্কে ধারণা লাভ করা যায়।

Your Answer

18 + 16 =

error: Content is protected !!