আমি প্রথমে উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম রিসেট দেই তারপর অ্যাডোব ফটোশপ সেভেন ইনস্টল করি তারপর মাইক্রোসফ্ট অফিস 2019 ইন্সটল করার চেষ্টা করি ডিভিডি থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সমস্যা করতেছে এজন্য উইন্ডোজ এন্টি ভাইরাস অফ করে দেয় তারপর ইন্সটল করার চেষ্টা করি কিন্তু এর পর থেকে দেখি ল্যাপটপে কোন অপশনই কাজ করে না
খুব সম্ভবত আপনার পিসিতে ভাইরাস ইন্সটল হয়ে গেছে । আর তাই সব এলোমেলো হয়ে গেছে । ফ্রেস উইন্ডোজ দেবার পর এন্টিভাইরাস ইন্সটল করে নেবেন । তাহলে যে ক্র্যাক সফটওয়ার গুলোতে ভাইরাস থাকে সেগুলো আপনার পিসিতে ইনস্টল হবেনা ।
আপনি এভাইরা (Avira Antivirus) ব্যবহার করতে পারেন । এটি অল্প ক্ষতিকর গুলোকে কয়ারেনটাইনে রাখে রাখে, ফলে সব সফ্টওয়ার গুলোকে আটকায় না ।