এন্ডয়েড ফোনে ইউটিউব ব্যাকগ্রাউন্ড এ চালাবো কিভাবে?

প্রশ্ন উত্তরCategory: মোবাইল ফোনএন্ডয়েড ফোনে ইউটিউব ব্যাকগ্রাউন্ড এ চালাবো কিভাবে?
Rummah asked 5 years ago

আমি আমার ফোন এ ইউটিউব এ গানের ভিডিও চালু করে অন্য কাজ করতে গেলে কিংবা স্ক্রিন বন্ধ করলে ইউটিউব বন্ধ হয়ে যায় । কিভাবে আমি ফোন বন্ধ রেখেও ইউটিউব ভিডিওর সাউন্ড সুনতে পাবো ? 


2 Answers
Md Shariar Sarkar Staff answered 5 years ago

এন্ড্রয়েড ফোন এর মিউজিক প্লেয়ার এর মতো সাধারনত ইউটিউব এর ভিডিও গুলো ব্যকগ্রাউন্ড এ চলেনা । youtube ওপেন রেখে অন্য কোন প্রগ্রাম এ গেলেই দেখা যায় ইউটিউব বন্ধ হয়ে যায় । তবে কিছু ট্রিকস ব্যবহার করে YouTube Background এ চালানো যাবে ।
Android Phone এ Chrome Browser থাকলে ওপেন করে নিন আর না থাকলে Play Store থেকে নামিয়ে নিন ।  এবার ক্রোম ব্রাউজার এর এড্রেস বার এ youtube.com লিখে প্রবেশ করলে সে সাধারনত আপনাকে m.youtube.com এ নিয়ে যাবে ।  এবার ডান পাশে তিনটি … এ ক্লিক করে Desktop  Site এ টিক দিয়ে নিন । ক্রম এ ইউটিউব ওপেন রেখে আপনি হোম ক্রিন এ আসুন বা অন্য কোন প্রগ্রাম ওপেন করুন । এর পর উপরের নটিফিকেশন এ দেখুন ক্রম এ ইউটিউব প্লে অপশন টা আছে , সেটা অন করে নিন । কাজ শেষ 🙂
 
 


Md Shariar Sarkar Staff answered 5 years ago

বিস্তারিত আকারে একটি টিউটোরিয়াল তৈরি করা হলো । প্রয়োজন এ দেখে নিতে পারেন


এন্ড্রয়েড ফোনে ব্যকগ্রাউন্ড এ ইউটিউব

Your Answer

2 + 2 =

error: Content is protected !!