এপিলেপসি (Epilepsy) কি? বর্ণনা কর।

প্রশ্ন উত্তরCategory: জীব বিজ্ঞানএপিলেপসি (Epilepsy) কি? বর্ণনা কর।
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

এপিলেপসি (Epilepsy)

এপিলেপসি মস্তিষ্কের একটি মারাত্মক রোগ। যে ব্যক্তি এই রোগে আক্রান্ত হয় তার শরীরে খিঁচুনি বা ঝাঁকুনি দিয়ে থাকে। অনেক সময় রোগী অজ্ঞান হয়ে যায়। এই রোগকে মৃগী রোগও বলা হয়ে থাকে।


ক্ষতিকর প্রভাবঃ

  • এপিলেপসি রোগে আক্রান্ত ব্যক্তি হঠাৎ করেই তার  স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে।
  • শরীরে খিঁচুনি বা কাঁপুনি দিতে দিতে মাটিতে লুটিয়ে পড়ে।
  • আগুন বা পানির সাথে এ রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার কারণ সম্পর্ক নেই। আক্রান্ত অবস্থায় রোগী কোথাও পড়ে গেলে নিজ শক্তিতে উঠতে পারে না। এ কারণে পুকুর অথবা নদ-নদী কিংবা বিপজ্জনক বস্তু হতে এসব রোগীকে দূরে রাখতে হয়।
  • যারা স্ট্রোকে আক্রান্ত হয় তাদের এ রোগ দেখা দেয়। মাথায় আঘাতে ফলে ম্যানিনজাইটিস, এনসেফালাইটিস, জন্মগত মস্তিষ্কের বিকৃতি, টিউমার প্রভৃতির  কারণে এপিলেপসির উপসর্গ দেখা যায়।
  • কোন কোন এপিলেপসির দীর্ঘমেয়াদী কোনো ক্ষতিকর প্রভাব নেই আবার কোনটি মস্তিষ্কের স্থায়ী ক্ষতি করতে পারে।
Epilepsy

Epilepsy

Your Answer

18 + 15 =

error: Content is protected !!