এসিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে পার্থক্য কি কি?
1 Answers
এসিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে পার্থক্যঃ
এসিনক্রোনাস | সিনক্রোনাস |
১. এসিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা সিস্টেম প্রেরক হতে গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করে। | ১. সিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটাকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে ১টি করে ট্রান্সমিট করা হয়। |
২. এক ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর পরবর্তী ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝে বিরতির সময় সমান নাও হতে পারে। | ২. প্রতিটি ব্লকে বিরতির জন্য সমান সময় লাগে। |
৩. ডেটা ট্রান্সমিশনের সময় প্রেরকের প্রাথমিক সংরক্ষণ মাধ্যমের প্রয়োজন নেই। | ৩. প্রেরক স্টেশন প্রথমে ডেটাকে প্রাইমারী স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে। |
৪. এ ট্রান্সমিশনে গতি ও দক্ষতা তুলনামূলকভাবে কম। | ৪ এতে ডেটা চলাচলের গতি অপেক্ষাকৃত বেশি। |
৫. সময় অনেক বেশি লাগে। | ৫. সময় খুব কম লাগে। |
৬. স্টার্ট বিট থাকে প্রতিটি ক্যারেক্টারের শুরুতে। | ৬. ব্লকের ডেটার শুরুতে হেডার ইনফরমেশন থাকে এবং শেষে একটি টেইলার ইনফরমেশন থাকে। |
৭. এটি তুলনামূলক সস্তা। | ৭. এটি তুলনামূলক ব্যয়বহুল। |
৮. ইন্সটলেশন ব্যয় অপেক্ষাকৃত কম। | ৮. ইন্সটলেশন ব্যয় অপেক্ষাকৃত বেশি। |