ওয়েবসাইটে র‌্যাংক

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিওয়েবসাইটে র‌্যাংক
Juyel Ahmed Liton asked 4 years ago

আমার সাইটের বয়স প্রায় ৩ মাস, ইউনিক পোস্টের সংখ্যা প্রায় ২০০ (৪০০ ওয়ার্ডের বেশি), এলেক্সা র‌্যাংকিং বর্তমানে ৯৪০০। কিন্তু আমার সাইটে ১০০ এর মতো ভিজিটর। এখন ভিজিটর বাড়াতে আমার করণীয় কি জানাবেন? অধিকাংশ পোস্ট হচ্ছে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তাছাড়া আমার সাইটে সকল পত্রিকার তালিকাও রয়েছে । আমার সাইট : https://probangla.com


1 Answers
Shariar Sarkar answered 4 years ago

আপনার ওয়েব সাইটের কন্টেন্ট গুলো ইউনিক হলেতো ভালোই, তবে যে টপিক নিয়ে কাজ করছেন, সেগুলো নিয়ে অনেকেই কাজ করে এবং তাদের কন্টেন্ট গুলো SEO Friendly বেশি হলে আগে তাদের গুলোই গুগল সার্চ এ আসবে । 
অপর দিকে আপনার সাইটের বয়স মাত্র ৩ মাস, আরো কিছুটা সময় লাগবে সাইটের অর্গেনিক ভিজিটর বাড়তে ।
প্রাথমিক ভাবে আপনি সোস্যাল মিডিয়া থেকে ভিজিটর আনতে পারেন আপনার সাইটের ফ্যান পেজ থেকে কিংবা বিভিন্য রিলেটেড গ্রুপ গুলো থেকে । 
আর আপনার কন্টেন্ট ইউনিক হলেই যে ভিজিটর সেগুলোতে প্রবেশ করবে বিষয় টি এমন নয় । ধরুন আপনি এমন কিছু বিষয় নিয়ে কাজ করলেন যেগুলো মানুষ সার্চ ই করেনা, সেক্ষেত্রে আপনার সাইটে ভিজিটর যাবে কেনো ! 
ইউনিক কন্টেন্ট নিয়ে অবশ্যই কাজ করবেন,তবে সেই সব বিষয় নিয়ে যেগুলো মানুষের প্রয়োজন কিংবা মানুষ খোজে । 


Your Answer

18 + 10 =

error: Content is protected !!