কম্পিউটারের অনেক গুলো অংশ আছে । তবে কম্পিউটারের অংশ গুলোকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় ।
কম্পিউটারের কয়টি অংশ ও কি কি
কম্পিউটারের প্রধান অংশ গুলো হচ্ছে ইনপুট অংশ, আউটপুট অংশ এবং প্রসেসিং অংশ । এগুলোকে আসলে ইনপুট ইউনিট, আউটপুট ইউনিট এবং প্রসেসিং ইউনিট নামেই পরিচিত । এবার দেখে নেয়া যাক এই তিন ইউনিট এর বিস্তারিত । প্রসেসিং ইউনিট এর মধ্যে আরো বেশ কিছু অংশ আছে, সেগুলো নিচের দিকে বিস্তারিত আলোচনা করছি ।
ইনপুট ইউনিট
যে ডিভাইস গুলো দিয়ে কম্পিউটার এর মধ্যে কোন তথ্য প্রদান করা বা প্রবেশ করানো হয়, সে ডিভাইস গুলোর সবগুলোকে মিলে বলা হয় ইনপুট ইউনিট । ইনপুট ইউনিট এর মধ্যে যে যে ডিভাইস গুলো থাকে সেগুলো হলো কিবোর্ড, মাইক্রোফোন, স্কেনার এগুলো ইনপুট ডিভাইস এর মধ্যে পড়ে । মাউস বা টাচপ্যাড কে কেউ কেউ বলেন ইনপুট ডিভাইসম আবার কেউ কেউ এটিকে বলেন কমান্ড ডিভাইস ।
আউটপুট ইউনিট
Computer এর যে যে অংশ গুলো দিয়ে কম্পিউটার এর ভিতরের তথ্য বাইরে আসে সেগুলোকে বলাহয় আউটপুট ডিভাইস এবং এদের সবগুলো নিয়ে যে ইউনিট, সেটি হচ্ছে আউটপুট ইউনিট । আউটপুট ইউনিট এর মধ্যে রয়েছে ডিসপ্লে ডিভাইস, যেমন মনিটর , সাউন্ড ডিভাইস, যেমন স্পিকার এবং প্রিন্টার ।
প্রসেসিং ইউনিট
এই ইউনিট কে বলা হয় CPU বা Central Processing Unit. Computer এর তথ্য ধারন, জটিল সমিকরণ গুলোর সমাধান, বিভিন্য কমান্ড গ্রহন ও প্রসেস করাই এই ইউনিট এর কাজ । এবং এই ইউনিন ইনপুট ও আউটপুট ইউনিট এর সাথে সার্বক্ষনিক যোগাগোগ রাখে এবং ইনপুট ডিভাইস থেকে ইনপুট নিয়ে সেই্ অনুসারে তথ্য প্রসেস করে আউটপুট ডিভাইস এর মাধ্যমে প্রকাশ করে ।
প্রসেসিং ইউনিট এর ভেতরে তিনটি প্রধান ইউনিট থাকে যেমন কমান্ড ইউনিট, অ্যারিথমেটিক এন্ড লজিকাল ইউনিট এবং মেমোরি ইউনিট ।