কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কি কি?

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারকম্পিউটার ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কি কি?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হলে নিম্নলিখিত লক্ষণসমূহ দেখা যায়ঃ

  • প্রোগ্রাম ও ফাইল ওপেন করার সময় স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগে;
  • মেমোরি কম দেখায় ফলে গতি কমে যায়;
  • কম্পিউটার চালু অবস্থায় চলমান কাজের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছু অপ্রত্যাশিত বার্তা প্রদর্শন করে;
  • নতুন প্রোগ্রাম ইন্সটলের সময় সময় বেশি নেয়;
  • চলমান কাজের ফাইলগুলো অনেক বেশি জায়গা দখল করে;
  • কম্পিউটার চালু হতে হতে বন্ধ কিংবা শাট ডাউন অথবা কাজ করতে করতে হঠাৎ বন্ধ বা রিস্টার্ট হয়;
  • ফোল্ডার বিদ্যমান ফাইলগুলোর নাম পরিবর্তন হয়ে যায়।


Your Answer

1 + 15 =

error: Content is protected !!