কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি দিলে ভালো হতো । আমার কম্পিউটার হার্ডওয়্যার পরিচিতি জানা দরকার
কম্পিউটার হার্ডওয়্যার বলতে কম্পিউটার এর বিভিন্ন ধরনের যন্ত্রংশকে বুঝায় । কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার দ্বারা কম্পিউটার পরিচালিত হয় । কম্পিউটার হার্ডওয়্যার এর বিভিন্ন যন্ত্রংশগুলো হল, মনিটর, কম্পিউটার মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সিডি ইত্যাদি কম্পিউটার হার্ডওয়্যার বলে । কম্পিউটার হার্ডওয়্যার খুটি নাটি দেখতে এখানে ক্লিক করুন ।