কিভাবে অভ্র কিবোর্ড দিয়ে .(ডট) দিব? আমার ম্যাকে .(ডট) দিতে গেলে ।(দাড়ি চিহ্ন) আসে।
Avro Phonetic Keyboard Layout হস বাংলা লিখলে .(ডট) বাটন টি দাড়ির কাজ করে । হোক সেটা ম্যাক কিংবা উইন্ডোর অপারেটিং সিসটেম । তবে আপনার যদি নিউমেরিক কি প্যাড আলাদা থাকে, সেখানকার .(ডট) চাপলে (ডট) আসার কথা । অন্যথায় আপনি অভ্রর বাংলা থেকে আবার ইংরেজি তে গিয়ে .(ডট) দিয়ে নিয়ে আবার বাংলায় কনর্ভাট হয়ে কাজ করতে পারেন ।