কো-অ্যাক্সিয়াল ক্যাবলঃ
যে ক্যাবল ব্যবহার করে কোন রিপিটার ব্যতীত সাধারণত এক কিলোমিটার পর্যন্ত দূরত্বে ডেটা প্রেরণ করা সম্ভব হয় সেটিই হচ্ছে কো-অ্যাক্সিয়াল ক্যাবল। এ ক্যাবলের ক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট 200 Mbps পর্যন্ত হয়ে থাকে এবং অপেক্ষাকৃত ডেটা ট্রান্সমিশন লস কম হয়।
কো-অ্যাক্সিয়াল ক্যাবলের বৈশিষ্ট্যঃ
- এ ক্যাবল সহজে স্থাপন করা যায়।
- এ সর্বাপেক্ষা বেশি নিরাপদ।
- এ ক্যাবল দামে খুব সাশ্রয়ী।
- অপেক্ষাকৃত অধিক দূরত্বে ডেটা প্রেরণ করে।
- তুলনামূলকভাবে সর্বোচ্চ গতিতে ডেটা প্রেরণ হয়।