গ্যালাক্সি (Galaxy)
মহাকাশ, গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধুমকেতু বাষ্পকুন্ডের এক বিশাল সমাবেশকে বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্রজগৎ। মহাকাশে একশত বিলিয়ন গ্যলাক্সি রয়েছে। এদের বিভিন্ন আকার এবং আকৃতি রয়েছে। তবে অধিকাংশই এরা সর্পিলাকার বা উপবৃত্তাকার। উপবৃত্তাকার গ্যালাক্সিগুলো বেশ উজ্জ্বল এবং সর্পিলাকার গ্যালাক্সিগুলো বৃহৎ আকৃতির হয়। এরা একে অপরের থেকে বিস্তর ব্যবধানে অবস্থিত। কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলা হয়।
চিত্রঃ গ্যালাক্সি