ছবি দিয়ে ছবি সার্চ

প্রশ্ন উত্তরCategory: সাধারণছবি দিয়ে ছবি সার্চ
Sakil asked 6 years ago

ছবি দিয়ে সার্চ কিভাবে করা যায় । এই বিষয়ে জানতে চাই 


1 Answers
Imran Hossain answered 6 years ago

ছবি দিয়ে সার্চ

অনেক সময় এমন কিছু ছবি পাওয়া যায়, সেগুলোর নাম ঠিকানা কিংবা অন্যন তথ্য সম্পর্কে জানা থাকে না । সেক্ষেত্রে আমরা গুগল এ ইমেজ সার্চ করে খুব সহজ ভাবে ছবির লোকেশন খুঁজে বের করতে পারি । গুগল ছবি সার্চ করার  জন্য আপনি আপনার ডিভাইস থেকে images.google.com লিখে সার্চ করলে ইমেজ সার্চ করে খুঁজে বের করতে পারেন । আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন, গুগল এ ইমেজ দিয়ে ইমেজ সার্চ করবো কিভাবে


Your Answer

4 + 2 =

error: Content is protected !!