জনসংখ্যা সমস্যা সমাধানের ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকাঃ
মানুষের বাড়তি চাহিদা পূরণে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মানুষ বিভিন্ন প্রকারের কৃষি প্রযুক্তি ব্যবহার করে অতি অল্প সময়ে খাদ্য উৎপাদন করতে পারছে। জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক পুষ্টিগুণ সম্পন্ন, রোগ প্রতিরোধকারী এবং মাত্রাতিরিক্ত ফসল উৎপাদন হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ব্যবহার কমিয়ে শক্তি সংরক্ষণ ও দূষণ কমাতে সহায়ক ভূমিকা পালন করে। মানুষ সৌর প্যানেল প্রযুক্তি স্থাপন করে যার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। এ প্রযুক্তি শক্তির বিকল্প হিসেবে কাজ করে।
বর্তমান সময়ে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নত আবিষ্কারের ফলে যাতায়াতের জন্য হাইব্রিড গাড়ি তৈরি করছে। এ গাড়ি বিদ্যুৎ এবং তেল উভয় জ্বালানির ব্যবহার করে চলতে পারে। এটি আবিষ্কারের কারণে জীবাশ্ম জ্বালানির মাত্রাতিরিক্ত ব্যবহার রোধে ভূমিকা রাখছে।