ডেঙ্গু রোগের প্রধানতম লক্ষণ হলো ‘জ্বর’। অন্যান্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে-
মাথা ব্যথা, বমি বমি ভাব, সমস্ত শরীর ব্যথা, হাঁড়ে ব্যথা, চোখে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, বমি হওয়া ইত্যাদি।
গত কয়েক বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি। তার সাথে পরিবর্তন দেখা দেয় ডেঙ্গুর রোগের লক্ষণেও।
অনেক সময় ডেঙ্গু হওয়ার ৪-৫ দিনেও শরীরে কোন প্রকার লক্ষণ দেখা যায় না। জ্বরের মাত্রাও কম থাকে। লক্ষণগুলো কোন কোন সময় এতটাই হালকা হয় যে অন্য কোন ভাইরাসের সংক্রমণ মনে হতে পারে।
যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং দ্বিতীয়বার ডেঙ্গু জ্বর হয়েছে তাদের ডেঙ্গু হেমোরেজিক জ্বর হওয়ার আশঙ্কা বেশি থাকে।