থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়েন জড়তার কারণে।
এর কারণ হলো, বাস যখন থেমে থাকে তখন যাত্রীদের শরীরও স্থির থাকে।
কিন্তু বাস যখন হঠাৎ চলতে শুরু করে যাত্রীদের শরীরের বাসের সিটে থাকা বাস সংলগ্ন অংশ গতিশীল হয় কিন্তু শরীরের উপরের অংশ জড়তার জন্য স্থির থাকে এবং স্থির থাকার কারণে পিছনে হেলে পড়ে।