স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখ।

প্রশ্ন উত্তরCategory: বিজ্ঞানস্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখ।
Abdullah Al Faroque Staff asked 8 months ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 8 months ago

স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য নিম্নরুপঃ

স্কেলার রাশিভেক্টর রাশি
  • যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদেরকে স্কেলার রাশি বলে। যেমন- দৈর্ঘ্য, দ্রুতি, ভর।
  • যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন- সরণ, বেগ, ওজন।
  • শুধু মানের পরিবর্তন হলে স্কেলার রাশির পরিবর্তন হয়।
  • শুধু মান অথবা শুধু দিক অথবা উভয়ের পরিবর্তন হলে ভেক্টর রাশির পরিবর্তন হয়।
  • স্কেলার রাশির যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি বীজগণিতের নিয়ম অনুসারে হয়।
  • ভেক্টর রাশির যোগ, বিয়োগ, গুণ ইত্যাদি বীজগণিতের নিয়মে হয় না।


Your Answer

3 + 11 =

error: Content is protected !!