নেস্টিং কি? নেস্টিং বলতে কি বোঝায়?

প্রশ্ন উত্তরCategory: ওয়েব ডিজাইননেস্টিং কি? নেস্টিং বলতে কি বোঝায়?
Ratan asked 4 years ago


1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

নেস্টিং কি ?

নেস্টিং(Nesting) হলো একটি কোড ব্লক এ ভেতরে একই জাতীয়  আর একটি কোড ব্লক । আর ভেতরের কোড ব্লকটিকে নেস্টেড(nested) বলা হয় ।


নেস্টিং বলতে কি বোঝায় ?

নেস্টিং কি সেখানেই মোটামুটি একটা ধারনা দেয়া হয়েছে । সাধারনত প্রগ্রামিং এ নেস্টিং ব্যবহার হয় যেমন ধরুন

  • nested loop
  • nested if
  • nested function

যদি আমরা nested if  দেকি তা হবে অনেক টা এ রকম

if(A>B) {
   if(A>C) {
       echo "A is big";
   } 
}

উপরে দেখুন একটি if এর ভেতরে আর একটি if আছে । এই বিষয়টি হলো নেস্টিং এর ভেরতের if টি হলো নেস্টেড if.

একই ভাবে ওয়েব ডিজাইনিং এ ও নেস্টেড div বা বিভিন্য এলিমেন্ট থাকে এবং এদের ও কিছু রুল থাকে ।

Your Answer

5 + 5 =

error: Content is protected !!