প্রকৃত উপসেট কি?

প্রশ্ন উত্তরCategory: গণিতপ্রকৃত উপসেট কি?
Suchona asked 4 years ago

উদাহরণ সহ


1 Answers
Abu Alam answered 4 years ago

প্রকৃত সেট(Proper subset):


কোনো সেটের  উপাদান গুলো অন্য একটি নির্দিষ্ট  সেটেরও উপাদান কিন্ত তাতে অন্তত একটি উপাদান কম থাকে তাহলে প্রথমোক্ত সেটকে শেষোক্ত সেট এর প্রকৃত উপসেট বলে।

যেমনঃ একটি সেট A={a,b,c,d} অপর একটি সেট B={a,b,c}।

B কে A এর প্রকৃত উপসেট বলা হয়।

Proper subset

Proper subset

D={a,b,c,d} হলে D,  A এর   প্রকৃত উপসেট  হবে না।

Your Answer

6 + 18 =

error: Content is protected !!