প্রাণীদের ভ্রূণীয় স্তরের পরিণতি
মানুষের গঠনের গ্যাস্ট্রুলেশন ধাপে সৃষ্টে এক্টোর্ডাম , মেসোর্ডাম এবং এন্ডোর্ডাম ভ্রূণের গঠন ও বিকাশের যাবতীয় উৎস। তিনটি ভ্রূণীয় স্তরের পরিণতি উল্লেখ করা হলো:
ক) এক্টোর্ডামের পরিণতি: ভ্রূণের সমগ্রদেহের বাইরের আবরণ গঠিত হয় এক্টোর্ডামের কোষ দিয়ে। মেসেনকাইমের সাথে যুক্ত হয়ে দেহের ত্বক গঠিত হয়্। ত্বকোদ্ভুত বিভিন্ন গ্রন্থি, চুল, নখ, পালক, শিঙ, ক্ষুর, আইস, এবং চোখের লেন্স ইত্যাদি সৃষ্টি হয় এপির্ডামিস থেকে। ঠোট ও মুখবিবরের আবরণ, জিহবার আবরণ, পায়ুর অভ্যন্তরীণ আবরণ ইত্যাদি এ স্তর থেকেই তৈরী হয়। এছাড়া দাতের এনামেল ও সকল সংবেদী অঙ্গ এই এক্টোর্ডাম থেকেই সৃষ্টি হয়।
খ) মেসোর্ডামের পরিণতি: এটি ভ্রূণীয় তিনটি স্তরের মধ্যবর্তী স্তর। মেসোর্ডাম থেকে এপিমিয়ার, মেসোমিয়ার এবং হাইপোমিয়ার নামের তিনটি অংশের উদ্ভব হয়। এ তিনটি অংশ থেকেই দেহের বিভিন্ন অংশ গঠন করে। এ তিনটি অংশ থেকে যা গঠন করে তা হল:
- বেশীরভাগ পেশী
- যোজক কলা
- ডার্মাল আঁইশ ও স্কিউট (যেমন- মাছের আঁইশ ও স্কিউট), শিং (এন্টলার্স শিং ব্যতীত) ও দাঁতের ডেন্টিন
- কঙ্কালতন্ত্র
- রক্তসংবহনতন্ত্র
- রেচন ও জননতন্ত্রে অধিকাংশ
- সিলোমিক এপিথেলিয়াম
- পৌষ্টিকনালির বহিঃস্তর
গ) এন্ডোডার্মের পরিণতি: ভ্রূণীয় এই স্তর থেকে দেহের যেসকল অঙ্গ বা অংশ গঠিত হয় তা নিম্মরুপ:
- পৌষ্টিকনালির আবরণী
- বিভিন্ন অঙ্গের এপিথেলীয় অংশ যথা- শ্বসনতন্ত্র, থাইরয়েড ও থাইমাস গ্রন্থি, যকৃত ও অগ্নাশয়
- কখনো কখনো মধ্যকর্ণের আবরণ ও রেচন-প্রজননতন্ত্রে কিছু অংশ