ফাইবারের সুবিধাসমূহ কি কি?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিফাইবারের সুবিধাসমূহ কি কি?
Abdullah Al Faroque Staff asked 1 year ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 1 year ago

ফাইবারের সুবিধাসমূহঃ

  • উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন।
  • নির্ভুল ডেটা আদান-প্রদান করে।
  • বিদ্যুৎ চৌম্বক প্রভাব (EMI) হতে মুক্ত।
  • শক্তির ক্ষয় কম।
  • রিপিটারসমূহ অনেক দূরে অবস্থান করতে চায়  না।
  • পরিবেশের তা-চাপ প্রভৃতি হতে প্রভাবিত হয় না।
  • আকারে ছোট, ওজন অত্যন্ত কম এবং সহজে পরিবহণযোগ্য।
  • ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা বেশি।


Your Answer

16 + 5 =

error: Content is protected !!