স্যাটেলাইট মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কি কি?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিস্যাটেলাইট মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কি কি?
Abdullah Al Faroque Staff asked 6 months ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 6 months ago

স্যাটেলাইট মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের বৈশিষ্ট্যঃ

  1. এতে বেশ উচ্চ মাত্রা সম্পন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। ফ্রিকোয়েন্সি সাধারণত ১১ থেকে ১৪ গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে।
  2. এর ইন্সটলেশন বেশ জটিল এবং এটি কেবলমাত্র বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির হাতেই দেয়া যেতে পারে।
  3. স্যাটেলাইট মাইক্রোওয়েফ ট্রান্সমিশন অত্যন্ত ব্যয়বহুল। খুব বড় ধরনের নেটওয়ার্কের প্রয়োজন না হলে এ নেটওয়ার্ক কেউ ব্যবহার করে না। কিন্তু স্যাটেলাইট ট্রান্সমিশনের মাধ্যমে যে কভারেজ দেয়া যায় সেখানে ক্যাবল ইন্সটল করতে অনেক বেশি ব্যয় করতে হয়।
  4. এ ট্রান্সমিশনে ইএমআই প্রভাব ফেলে এবং এতে ইভসড্রপিংয়ের সম্ভাবনা থাকে।
  5. এ ট্রান্সমিশন এটিনুয়েশনের শিকার  হতে পারে। ‍কুয়াশা, বৃষ্টি এবং প্রতিকুল আবহাওয়ায় এ ট্রান্সমিশনকে বিঘ্নিত করতে পারে।


Your Answer

17 + 15 =

error: Content is protected !!