বাংলাদেশের সংবিধান রচয়িতা কে?

প্রশ্ন উত্তরCategory: সাধারণবাংলাদেশের সংবিধান রচয়িতা কে?
Rifat asked 6 years ago

বাংলাদেশের সংবিধান রচয়িতা কে এই সম্পর্কে জানালে খুব উপকিরত হতাম । 


2 Answers
Imran Hossain answered 6 years ago

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ ই এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয় । একই বছরের ১৭ই এপ্রিল থেকে ৩রা অক্টোবর পর্যন্ত এই কমিটি বিভিন্ন পর্যায়ে বৈঠক করে। জনগণের মতামত সংগ্রহের জন্য মতামত আহবান করা হয়। সংগৃরহীত মতামত থেকে ৯৮টি সুপারিশ গ্রহণ করা হয়। ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। গণপরিষদে সংবিধানের উপর বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধু বলেন ।
আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন, উইকিপিডিয়া
 


Shaishob Barman answered 2 years ago

Thanks for the information 


Your Answer

14 + 9 =

error: Content is protected !!