Online শপিং
সাধারণত বাংলাদেশে বেশ কিছু অনলাইন শিপিং সাইট আছে, সে গুলোতে আপনি অরজিনাল প্রডাক্ট পাবেন। আবার কিছু কিছু শিপিং সাইট আছে, সেই সাইটেগুলো থেকে প্রডাক্ট কিনে আপনি প্রতারিত হতে পারেন। অনলাইন থেকে প্রডাক্ট অর্ডার করার আগে সেই সাইট সম্পর্কে ভালো ভাবে জেনে প্রডাক্ট ক্রয় করা ভালো।
ঠিক নাম ধরে বলা যাচ্ছেনা সাইড গুলো কোনটা ভালো কোনটা খারাপ । তবে যেগুলো মোটামুটি পরিচিত হয়ে গেছে, তাদের খারাপ জিনিশ দেবার কথা নয় । কারন তারা ব্যবসা করতে নেমেছে, এক দিন দুই দিন এর জন্য নয় । তো যাই হোক … বেশি চিন্তার বিষয় যেটি, সেটি হলো কেনা কাটা করার সময় কার্ড ব্যবহার না করাই ভালো। বরং বিকাশ কিংবা এই ধরনের পেমেন্ট গুলো ব্যবহার করুন ।