ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্বঃ
গ্রাহকের প্রতি ব্যাংকের যেমন দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি ব্যাংকের প্রতি গ্রাহকদেরও কিছু দায়িত্ব রয়েছে। গ্রাহকের দায়িত্বগুলো নিম্নরুপঃ
- ব্যাংকের সাথে লেনদেনের সম্পর্কের ক্ষেত্রে সততার পরিচয় দেয়া গ্রাহকের গুরু দায়িত্ব। হিসাব খোলা থেকে শুরু করে সর্ব অবস্থায় সঠিক হিসাব প্রদান করা গ্রাাহকের অবশ্য কর্তব্য।
- ব্যাংক হতে গৃহিত ঋণ চুক্তি মোতাবেক সঠিক সময়ে পরিশোধ করা গ্রাহকের দায়িত্ব। অর্থাৎ চুক্তি মোতাবেক ঋণ পরিশোধ না করলে ব্যাংক বন্ধকী সম্পত্তি নিলামের মাধ্যমে বিক্রি করে আইনের সহযোগিতায় পাওনা ঋণ উদ্ধার করতে পারে।
- চলতি হিসাব হতে জমার অতিরিক্ত উত্তোলন হলে ঋণ গ্রহীতার ক্ষেত্রে ব্যাংক তার সুদ কেটে নেয়। ব্যাংক অন্যান্য সুবিধা এবং সেবা প্রদান করলে তার জন্য সেবা ফি কেটে নেয়। চুক্তি মোতাবেক ঋণের সুদ ও আসল পরিশোধ করা গ্রাহকের দায়িত্ব।
- গ্রাহক তার চেক লিখতে সতর্কতা এবং নিয়ম কানুন মেনে চলবে। যথা- সঠিক স্বাক্ষর প্রদান, সঠিক তারিখ প্রদান, চেকে লিখিত টাকা গ্রাহকের হিসাব জমা থাকা প্রভৃতি।