ব্যবসায় উদ্যোক্তার গুণাবলি কি কি?

প্রশ্ন উত্তরCategory: ব্যাংকিংব্যবসায় উদ্যোক্তার গুণাবলি কি কি?
Abdullah Al Faroque Staff asked 8 months ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 8 months ago

ব্যবসায় উদ্যোক্তার গুণাবলি (Qualities of a Business Entrepreneur)

ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য আলোচনা থেকে উদ্যোক্তার গুণাবলি সম্পর্কে বেশ ধারণা লাভ করা যায়। অনেকে মনে করেন উদ্যোক্তাগণ জন্মগতভাবেই উদ্যোক্তা। অর্থাৎ জন্ম থেকেই তিনি বহু ব্যক্তিগত গুণের অধিকারী হন যা তাকে উদ্যোক্তা হিসাবে পরিচিতি পেতে সহায়তা করে। এ সময়ে প্রকৃত শিক্ষা, প্রশিক্ষণ এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করা যায়। একজন উদ্যোক্তার প্রধান প্রধান গুণগুলো হচ্ছে-


  • নিজের প্রতি আত্মবিশ্বাস
  • স্বাধীন মনোভাব
  • কঠোর পরিশ্রমী হওয়া
  • সাহস
  • সংগঠন তৈরির ক্ষমতা
  • অধ্যবসায়
  • উদ্যমী হওয়া
  • পুঁজি সংগ্রহ করার ক্ষমতা
  • সৃজনশীলতা
  • ঝুঁকি নেয়ার ক্ষমতা
  • নেতৃত্ব দানের ক্ষমতা
  • সফলতা অর্জনের আকাঙ্ক্ষা
  • নমনীয়তা
  • একাগ্র চিত্তে কাজে মনোনিবেশ করা
  • সংবেদনশীলতা
  • চ্যালেঞ্জ গ্রহণ করার মন মানসিকতা তৈরি হওয়া এবং
  • ব্যর্থ হলে তা শিক্ষা গ্রহণের মানসিকতা তৈরি হওয়া।

Your Answer

20 + 4 =

error: Content is protected !!