দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান কর।

প্রশ্ন উত্তরCategory: ব্যাংকিংদুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান কর।
Abdullah Al Faroque Staff asked 8 months ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 8 months ago

দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণাঃ

ইতালীয় বিখ্যাত গণিতবিদ লুকা প্যাসিওলি (Luca Pacioli) ১৪৯৪ খ্রিস্টাব্দে আর্থিক ঘটনার সঠিক ও সুচারুরুপে লিপিবদ্ধ করার একটি পদ্ধতি উল্লেখ করেন। উক্ত পদ্ধতিটি দুতরফা দাখিলা পদ্ধতি নামে পরিচিত।


দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণের একটি মাত্র নির্ভরযোগ্য, বিজ্ঞানভিত্তিক ও পূর্ণাঙ্গ পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠিত। এ পদ্ধতিতে প্রত্যেকটি লেনদেনের দ্বৈত স্বত্বার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিটি লেনদেনে দুই বা তার অধিক হিসাবের খাত থাকে। এই হিসাবের খাতগুলো দুইটি স্বত্বায় লিপিবদ্ধ করা হয়। একটি ডেবিটি, অপরটি ক্রেডিট। দুতরফা দাখিলা পদ্ধতির সাহায্যে লেনদেনের দুটি পক্ষ অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট পক্ষ লিপিবদ্ধ করা হয়। এ পদ্ধতিতে প্রতিটি ডেবিট লিখনের জন্য সমান অর্থের ক্রেডিট লিখন হবে। ফলে বছরের যে কোনো সময় হিসাবের মোট ডেবিট টাকার অঙ্ক মোট ক্রেডিট টাকার সমান হয়।

সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লেনদেনসমূহের দ্বৈত স্বত্বা যথাযথ নিয়মে লিপিবদ্ধ করা তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে।

Your Answer

12 + 3 =

error: Content is protected !!