প্রাপ্তি ও প্রদান হিসাবের বৈশিষ্ট্য কি কি?

প্রশ্ন উত্তরCategory: ব্যাংকিংপ্রাপ্তি ও প্রদান হিসাবের বৈশিষ্ট্য কি কি?
Abdullah Al Faroque Staff asked 7 months ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 7 months ago

প্রাপ্তি ও প্রদান হিসাবের বৈশিষ্ট্যসমূহ নিম্নরুপঃ

  • প্রাপ্তি ও প্রদান হিসাব নগদান বইয়ের অনুরুপ।
  • এই হিসাবের বামদিকে প্রারম্ভিক নগদ তহবিল ও ব্যাংক ব্যালেন্স দিয়ে শুরু ও ডানদিকে সমাপনী নগদ তহবিল ও ব্যাংক ব্যালেন্স দিয়ে সমাপ্তি হয়।
  • এ হিসাবের বাম দিকে সকল ধরনের প্রাপ্তি ও ডানদিকে সকল ধরনের পরিশোধ লেখা হয়।
  • এ হিসাবের বামদিক সবসময়ই বড় হয়। এর কারণ হলো, প্রাপ্ত  নগদ টাকার চেয়ে নগদ প্রদান কখনো বেশি হয় না।
  • বর্তমান বছরের কোনো বকেয়া আয় বা ব্যয়ের লেনদেন এ হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না।
  • এ হিসাবের বিভিন্ন প্রাপ্তি ও পরিশোধ লেখার ক্ষেত্রে কোনো সময়কাল বিবেচনা করা হয় না অর্থাৎ চলমান, পূর্বের এবং পরের সকল কালের হিসাব লিপিবদ্ধ করা হয়ে থাকে।
  • স্থায়ী সম্পদ (Fixed Asset) এর অবচয়- সংক্রান্ত কোন লেনদেন এ হিসাবে অন্তর্ভুক্ত করা হয় না।
  • এ হিসাব হতে নগদ প্রবাহ (Cash flow) সম্পর্কে জানা যায়।


Your Answer

9 + 6 =

error: Content is protected !!