ব্রডব্যান্ড (Broadband)
- উচ্চ গতিসম্পন্ন Data Transfer Processing এ ব্রডব্যান্ড করা হয়। ব্রডব্যান্ডে সুবিশাল ব্যান্ডউইথ এবং প্রচুর তথ্য বহন করার ক্ষমতা থাকে।
- এ ব্যান্ডের গতি 1mbps (মেগাবাইট/সেকেন্ড) বা এর চেয়েও বেশি পরিমাণে হয়ে থাকে।
- সাধারণত Digital Subscriber Line বা DSL, Radio Link, Optical Fiber, Microwave এবং Satellite Communication এর ক্ষেত্রে ডেটা স্থানান্তরে এ ব্যান্ড ব্যবহার করা হয়ে থাকে।