ভাইরাস (Virus):
যে অজানা ক্ষতিকারক প্রোগ্রাম অটোমেটিক নির্বাহ, বংশ বৃদ্ধি ও সংক্রমণের মাধ্যমে কম্পিউটারে সংরক্ষিত অন্যান্য প্রোগ্রামকে নষ্ট করে ফেলে তাকে বলা হয় ভাইরাস (Virus)। “ফ্রেড কোহেন” নামে প্রখ্যাত গবেষক কম্পিউটারের জন্য ক্ষতিকারক এই প্রোগ্রামের নাম দেন VIRUS। VIRUS এর পূর্ণরূপ হচ্ছে- Vital Information Resources Under Siege. Abraxas, The Anna Kournikova, Torjan horse, My Doom ইত্যাদি কম্পিউটারের অন্যতম ভাইরাস।