মাইক্রোসফট অফিসের ওয়ার্ডের একটি ফাইলের প্রথম পেজ Protriat এবং দ্বিতীয় পেজ Landscape করা যায় কিভাবে?
মাইক্রোসফট অফিস ওয়ার্ডের একটি ফাইলের প্রথম পেজ Protriat এবং দ্বিতীয় পেজ Landscape করা যায় । আবার একই ভাবে যে কোন পেজ এর ই আসলে পেজ অরিয়েনটেশন বদল করে নেয়া যায় । চলুন দেখি কিভাবে
অফিস ২০১৩ বা পরের ভার্সন গুলোতে
রিবন থেকে Layout এ ক্লিক করে Page Setup ডায়ালগ বক্স ওপেন করে নিন।
এর পর Orientation থেকে Portrat নির্বাচন করে Apply to থেকে This Point forward নির্বাচন করে OK করুন ।
এবার নতুন পেজ নেবার জন্য Ctrl + Enter চাপুন , নতুন পেজ এলে আবার Page Setup থেকে Orientation > Landscape করে আবার Apply to থেকে This Point forward নির্বাচন করে OK করুন ।
Office 2010 বা আগের গুলোতে
মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর প্রথম পেজ Page Setup এ গিয়ে Margin এ ক্লিক করুন ।
এরপর Margin থেকে Custom Margin এ ক্লিক করে Protrait এ ক্লিক।
দ্বিতীয় পেজ Break এ ক্লিক করে Next Page এ ক্লিক করতে হবে।
এরপর Margin থেকে Custom Margin এবং Landscape এ ক্লিক করলে দ্বিতীয় পেজটি Landscape হয়ে যাবে।