অভ্রতে বাংলা লিখতে সমস্যা

প্রশ্ন উত্তরCategory: মাইক্রোসফ্ট অফিস প্রোগ্রামঅভ্রতে বাংলা লিখতে সমস্যা
[email protected] asked 3 years ago

আমি যখনই অভ্রতে বাংলা লিখতে যাই কিছু কিছু শব্দ যেমন তোমার লিখতে গেলে তেআমার হয়ে যায়। সোনা লিখতে গেলে সেআনা হয়ে যায়। তোমাদের লিকতে গেলে তেআমাদের এটি Office 2013 & office 2019 একই আবস্থা। কোন Option বা কোন কিছু ভুল করছি কি না জানি না। please কারো জানা থাকলে আমাকে সাহায্য করুন।


1 Answers
Md Shariar Sarkar Staff answered 3 years ago

ভাই, আপনি কি অভ্র ফনেটিক ব্যবহার করছেন নাকি অভ্র ইজি লেআউট ? আর সমস্যা টা কি শুধু MS Word এ ই হচ্ছে নাকি আরো অন্য কোথাও ?


যদি শুধু MS Word এ  হয়, তাহলে হতে পারে অটো কারেকশন অন থাকার কারনে এমন টা হচ্ছে ।

ওয়ার্ড এর অটো কারেকশন বন্ধ করতে দেখে নিতে পারেন

মাইক্রোসফট ওয়ার্ডে অটো কারেকশন বন্ধ করা – Auto Correction

আবার আপনার সমস্যার কারন হতে পারে ফন্ট ঠিক মতো কাজ করছেনা ।

সেক্ষেত্রে আপনি অভ্র লেটেস্ট টা নামিয়ে নিয়ে ব্যবহার করে দেখতে পারেন ।

Your Answer

3 + 5 =

error: Content is protected !!