কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ই তৈরি । তবে মানব বুদ্ধিমত্তার থেকে আজকাল কিছু কিছু কাজ কৃত্রিম বুদ্ধিমত্তাই দ্রুতো করে ।
মানব বুদ্ধিমত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্যঃ
মানব বুদ্ধিমত্তা | কৃত্রিম বুদ্ধিমত্তা |
১. মানব বুদ্ধিমত্তা সরাসরি ইন্দ্রিয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার পারদর্শিতা প্রদর্শন করে থাকে। | ১. কৃত্রিম বুদ্ধিমত্তায় বেশিরভাগ সময়েই ইন্দ্রিয়ের অভিজ্ঞতাকে সরাসরি কাজে লাগানোর সুযোগ থাকে না। |
২. মানব বুদ্ধিমত্তা প্রকৃতিগতভাবে প্রাপ্ত। | ২. কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের দ্বারা কৃত্রিম উপায়ে প্রাপ্ত। |
৩. মানব বুদ্ধিমত্তার সাহায্যে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে খুব সহজে অনুলিপি তৈরি বা অন্য কাউকে শেয়ার করা যায় না। | ৩. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৃতপক্ষে বিশেষ রকমের সফটওয়্যার প্রোগ্রাম যা সহজেই অনুলিপি তৈরি ও অন্য কাউকে শেয়ার করা যায়। |
৪. মানব বুদ্ধিমত্তা সৃষ্টিশীল। | ৪. কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিশীল নয়। |
৫. মানব বুদ্ধিমত্তা ক্রমাগত বিকশিত হতে পারে। | ৫. কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাভাবিক বিকাশের কোন সুযোগ নেই। |
৬. মানব বুদ্ধিমত্তাকে লিখে রাখা সম্ভব হয় না। | ৬. কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রোগ্রাম কোড আকারে লিখে রাখা যায়। |