বৈদ্যুতিক চার্জিং স্টেশন কি

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিবৈদ্যুতিক চার্জিং স্টেশন কি
লবেজান asked 7 months ago

বৈদ্যুতিক চার্জ স্টেশন সম্পর্কে জানতে চাই। বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক চার্জিং স্টেশন কোনটি 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 7 months ago

বিশ্বব্যাপী রাসায়নিক জালানী চালিত গাড়ির পরিবর্তে  ধিরে ধিরে বিদ্যুৎ চালিত গাড়ির জনপ্রিয়তা বাড়ছে । কিন্তু সমস্যা হচ্ছে এই সব গাড়ি এক চার্জে খুব বেশি দুর যেতে পারেনা কিংবা বেশি সময় ধরে চলতে পারেনা । তাই সুবিধা হয় যদি মাঝপথে কোথাও এই গাড়ি গুলো চার্জ দেয়ার ব্যবস্থা থাকে কিংবা ব্যটারি পরিবর্তনের সুবিধা থাকে ।


electric vehicle Charging Station

electric vehicle Charging Station

বৈদ্যুতিক চার্জ স্টেশন কি ?

বৈদ্যুতিক গাড়ি বা যেকোন Electric Vehicle (EV) গুলো চার্জ দেবার জন্য যে জায়গা বা স্টেশন সেটিই হচ্ছে  বৈদ্যুতিক চার্জ স্টেশন । সাধারনত ইলেকট্রনিক ভেহিক্যাল গুলোর মালিকের বাড়িতে বা গ্যারেজ এ একটি চার্জিং পয়েন্ট থাকে । তবে আজকাল অনেক শহরেই অনেক গুলো গাড়ি চার্জ দেবার জায়গা বা স্টেশন  ও রয়েছে ।

বাংলাদেশেও গত ১৬ আগষ্ট ২০২৩ এ প্রথমবারের মতো বিদ্যুৎ চালিত গাড়ির (ইভি) চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে ঢাকার তেজগাঁও এলাকায় । আর এই উদ্যগ এর নাম দেয়া হয়েছে “এখন চার্জ” ।  এখানে ৪০ থেকে ৪৫ মিনিটেই একটি গাড়ি চার্জ হয়ে যাবে ।

Your Answer

15 + 5 =

error: Content is protected !!