আসসালামু আলাইকুম,
আমি একটু পিসি বিল্ড করতে যাচ্ছি । আমার বাজেট খুবই কম । পিসিটি দিয়ে আমি এই কাজগুলো করতে চাই-
(১) ওয়েব ব্রাউজিং
(২) মাইক্রোসফট অফিস (যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এক্সেস ইত্যাদি)
(৩) এবং অন্যান্য বেসিক কাজ (যেমন ফাইল ট্রান্সফার করা গান অথবা মুভি দেখা ইত্যাদি )
এখন আমি পিসিটির সাথে একটি DDR3 RAM নিতে চেয়েছিলাম । আমার প্রশ্ন হচ্ছে DDR3 RAM দিয়ে কি এই কাজগুলো সুষ্ঠুভাবে করা যাবে না….?
আপনি চাইলেই DDR3 RAM ব্যবহার করতে পারবেন এমনটা নয়। আপনার কম্পিউটার এর মাদারবোর্ড DDR3 RAM সাপোর্ট করে কিনা সেটা দেখার বিষয় । যদি লেটেস্ট কোন মাদারবোর্ড ব্যবহার করেন, তবে DDR4 Support করার কথা ।
তবে আপনি যে কাজগুলো করবেন বলছেন, সেগুলো DDR2 RAM িদয়েও করা যায় আগের দিনের পিসি গুলোতে, যদিও বেশ স্লো চলে এখন, কিন্তু সেটা শুধু RAM এর জন্য নয় । পুরো পিসি Hardware combinatioon এর জন্য ।
তাই যদি আপনার PC Main Board DDR3 RAM Support করে, অবশ্যই চালাতে পারবেন উপরের আলোচ্য প্রোগ্রাম গুলো ।