রেম নিয়ে একটি প্রশ্ন…..

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটাররেম নিয়ে একটি প্রশ্ন…..
Md JK asked 4 years ago

আসসালামু আলাইকুম,
আমি একটু পিসি বিল্ড করতে যাচ্ছি । আমার বাজেট খুবই কম । পিসিটি দিয়ে আমি এই কাজগুলো করতে চাই-


(১) ওয়েব ব্রাউজিং
(২) মাইক্রোসফট অফিস (যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এক্সেস ইত্যাদি)
(৩) এবং অন্যান্য বেসিক কাজ (যেমন ফাইল ট্রান্সফার করা গান অথবা মুভি দেখা ইত্যাদি )

এখন আমি পিসিটির সাথে একটি DDR3 RAM নিতে চেয়েছিলাম । আমার প্রশ্ন হচ্ছে DDR3 RAM দিয়ে কি এই কাজগুলো সুষ্ঠুভাবে করা যাবে না….?

1 Answers
Md Shariar Sarkar Staff answered 4 years ago

আপনি চাইলেই DDR3 RAM ব্যবহার করতে পারবেন এমনটা নয়। আপনার কম্পিউটার এর মাদারবোর্ড DDR3 RAM  সাপোর্ট করে কিনা সেটা দেখার বিষয় । যদি লেটেস্ট কোন মাদারবোর্ড ব্যবহার করেন, তবে DDR4 Support করার কথা ।
তবে আপনি যে কাজগুলো করবেন বলছেন, সেগুলো DDR2 RAM িদয়েও করা যায় আগের দিনের পিসি গুলোতে, যদিও বেশ স্লো চলে এখন, কিন্তু সেটা শুধু RAM এর জন্য নয় । পুরো পিসি Hardware combinatioon এর জন্য ।
তাই যদি আপনার PC Main Board DDR3 RAM Support করে, অবশ্যই চালাতে পারবেন উপরের আলোচ্য প্রোগ্রাম গুলো ।


Your Answer

0 + 3 =

error: Content is protected !!