শিল্প (Industry) কে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা যেতে পারে। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালে পরিণত করা এবং প্রক্রিয়াজাতকরণ (Processing) এর মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে।
শিল্পকে প্রধানত পাঁচটি ভাগে ভাগ করা হয়।
- প্রজনন শিল্প (Genetic) উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। যেমন- নার্সারী, হ্যাচারী প্রভৃতি।
- নিষ্কাশন (Extractive) শিল্পের মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা। যেমন- খনিজ শিল্প।
- নির্মাণ (Construction) শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু নির্মাণ করা।
- উৎপাদন (Manufacturing) শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে Processing করে চুড়ান্ত পণ্যে রূপান্তর করা। যেমন- বস্ত্র শিল্প।
- সেবা (Service) শিল্প বিভিন্ন ধরনের সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে তোলা। যেমন- বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন ও বিতরণ, ব্যাংকিং ও স্বাস্থ্য সেবা প্রভৃতি।