সফটওয়্যার রক্ষণাবেক্ষণের উপায়।

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারসফটওয়্যার রক্ষণাবেক্ষণের উপায়।
Sammo asked 5 years ago

কীভাবে সফটওয়্যার রক্ষণাবেক্ষণ করব?


1 Answers
Best Answer
Md Shariar Sarkar Staff answered 5 years ago

আপনি কোন ধরনের সফটওয়ার রক্ষনাবেক্ষন এর কথা জানতে চাইছেন, সেটা জানালে ভালো হতো ।  তবে সফটওয়ার এর রক্ষনাবেক্ষন বলতে বোঝানো হয় যে এটি যেনো নিরাপদ এ থাকে এবং এটিতে যেন অনুমুতি হীন কেউ প্রবেশ করতে বা এর ব্যবহার করতে না পারে এই বিষয় গুলো নিস্চিত করা । একই সাথে সফটওয়ার টির কোন ত্রুটি ধরা পড়লে কিংবা হ্যাকিং এর কবলে পড়ে কোন অংশ কাজ না করলে সেটি ঠিক করা ও বোঝায় ।


আর আপনি যদি মনে করেন যে আপনার কাছে কিছু সফ্টওয়ার আছে যেমন হতে পারে অফিস প্রগ্রাম বা এই ধরনের কিছু যেগুলো আপনি কিনেছেন কিংবা কোথাও থেকে পেয়েছেন । যেগুলো কিভাবে সংরক্ষন করবেন ভাবছেন, তাহলে বলা যেতে পারে ভালো মানের পেন ড্রাইভ এ কিংবা ডিভিডি তে রাইট করে রাখতে পারেন । কিংবা পোর্টেবল হার্ড ড্রাইভ এ ও কপি রেকে দিতে পারেন ।

কিংবা ড্রপবক্স এ অথবা গুগল ড্রাইভ এ  আপলোড করে রাখতে পারেন জিপ করে ।

Your Answer

1 + 11 =

error: Content is protected !!