সালফার ডাই-অক্সাইড
বাতাসের অক্সিজেনের সঙ্গে সালফার বিক্রিয়া করে সালফার ডাই-অক্সাইড উৎপন্ন হয়।
S + O2 → SO2
এর ক্ষতিকর প্রভাবঃ
সালফার ডাই-অক্সাইড খুব বিষাক্ত গ্যাস। এ গ্যাস নাক এবং মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করে শরীরের অনেক ক্ষতি করে। সালফার ডাই অক্সাইড গ্যাস চোখে প্রবেশ করামাত্র চোখে জ্বালাপোড়া শুরু হয়। কয়লার ভিতরে যদি সালফার থাকে কিংবা পেট্রোলিয়াম তেলের ভিতরে যদি সালফার থাকে তাহলে কয়লা কিংবা পেট্রোলিয়াম তেল বাতাসে পোড়ানো হলে কয়লা কিংবা পেট্রোলিয়াম তেলের মধ্যকার সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া সংঘটিত করে তীব্র ঝাঝালো সালফার ডাই অক্সাইড (SO2) গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসটি বায়ুমন্ডলে চলে যায়। যখন বৃষ্টি শুরু হয় তখন এই গ্যাসটি পানির সাথে বিক্রিয়া সংঘটিত করে সালফিউরাস এসিড (H2SO3) উৎপন্ন করে বৃষ্টির পানির সাথে মাটিতে পড়ে। এই বৃষ্টিকেই এসিড বৃষ্টি বলা হয়।
SO2 + H2O → H2SO3