Central Processing Unit কে সিপিইউ (CPU) বলে । এটি আসলে বেশ কিছু যন্ত্রাংশের সমন্যয়ে গঠিত এবং কম্পিউটার এর জটিল জটিল গানিতিক কার্যক্রম, সিদ্ধান্ত নেয়া সহ যাবতিও প্রসেসিং এর কাজ গুলো করে থাকে । আগে থেকে বলে দেয়া বা লিখে দেয়া তথ্যের বা যুক্তি্র উপর ভিত্তি করে নতুন তথ্য গুলো এনালাইজ করতে পারে এবং নতুন সিদ্ধান্ত নিতে পারে এই সিপিইউ। আর এই সব কারনেই CPU কে কম্পিউটারের মস্তিক বলা হয় ।
সিপিইউ কি ? এবং CPU কে কম্পিউটারের মস্তিক বলা হয় কেন ?
1 Answers
Your Answer