সিপ্যানেল কি?
সিপ্যানেল ( cPanel ) বলেত আসলে বোঝায় Control Panel. Web Site এর হোস্টিং কন্ট্রল করতে সিপ্যানেল ব্যবহার করা হয় । একটি ওয়েব সাইটের ফাইল ম্যাবেজ করতে কিংবা আরো অন্যান্য সুবিধা যেমন সাব ডোমেন , কিংবা ইমেইল একাউন্ট করতেও সিপ্যানেল ব্যবহার হয়ে থাকে ।
সিপ্যানেল এর বিকল্প আরো কিছু হোস্টিং ম্যানেজ প্যানেল থাকলেও এটি বেশ জনপ্রিয় এবং বেশির ভাগ হোস্টিং প্রভাইডার রাই এটি হোস্টিং এর সাথে দিয়ে থাকে । আরো বিস্তারিত জানতে দেখে নিতে পারেন আমাদের সিপ্যানেল এর অন্যান্য টিউটোরিয়াল গুলো