স্প্রেড স্পেকট্রাম রেডিও ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কি কি?

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিস্প্রেড স্পেকট্রাম রেডিও ট্রান্সমিশনের বৈশিষ্ট্য কি কি?
Abdullah Al Faroque Staff asked 7 months ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 7 months ago

স্প্রেড স্পেকট্রাম রেডিও ট্রান্সমিশনের বৈশিষ্ট্যঃ

  • যে কোন ওয়্যারলেস মিডিয়ার চেয়ে এটিতে খরচ তুলনামূলকভাবে অনেক কম।
  • কম ফ্রিকোয়েন্সি ব্যবহার হয় বলে স্প্রেড স্পেকট্রাম ট্রান্সমিশনে এটেনুয়েশন বেশি।
  • এতে ইএমআই প্রতিরোধ ব্যবস্থা নেই, তবে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সিতে সিগনাল ট্রান্সমিট হয় বলে ইভসড্রপিং ঘটে না।
  • ব্যবহৃত ইকুইপেমেন্টের উপর ভিত্তি করে ইন্সটলেশন মোটামুটি কঠিন হতে পারে।


Your Answer

3 + 2 =

error: Content is protected !!