ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) এর গুরুত্ব এবং কার্যাবলীসমূহ উল্লেখ কর।

প্রশ্ন উত্তরCategory: তথ্য-প্রযুক্তিডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) এর গুরুত্ব এবং কার্যাবলীসমূহ উল্লেখ কর।
Abdullah Al Faroque Staff asked 8 months ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 8 months ago

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) এর গুরুত্ব এবং কার্যাবলীসমূহ নিম্নে আলোচনা করা হলোঃ


ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের (DBMS) গুরুত্বসমূহঃ

বিপুল পরিমাণ তথ্য উপাত্তের সমন্বয়ে তৈরি ডেটাবেজের বহুমুখী ব্যবহার হচ্ছে ডেটাবেজ ব্যবস্থার প্রধান কাজ। সাধারণত অনেক লোকবল বিশিষ্ট ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, ব্যাংক বীমা, এনজিও, স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান এ কর্মরত কর্মকর্তা কর্মচারীদের কাজের ‍রুটিন, বেতন বিল তৈরি, মজুদ মালামালের হিসাব এবং ব্যক্তিগত নথি তৈরিতে ডেটাবেজ ম্যানেজমেন্টের ব্যবহার অধিক গুরুত্বপূর্ণ।

শুধুমাত্র লেনদেন, হিসাব নিকাশ এমনকি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নয় গবেষণা, শিক্ষা, সামাজিক উন্নয়নমূলক কাজ, সাময়িকী তৈরিসহ বিভিন্ন ধরনের কাজে খুব সহজে Data Save করে প্রয়োজনীয় অনুযায়ী অনুসন্ধান ও রিপোর্ট তৈরি করতে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের গুরুত্ব অপরিসীম।

Database Management System

Database Management System

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের (DBMS) কার্যাবলীঃ

  • নতুন নতুন রেকর্ডসমূহ সংযোজন করা।
  • প্রয়োজন নেই এমন রেকর্ডসমূহ Delete করে ফেলা।
  • ডেটা Save করা।
  • ডেটার নিরাপত্তা বিধান নিশ্চিত করা।
  • প্রয়োজনে রেকর্ড আপডেট করা।
  • ডেটার ডুপ্লিকেশন তৈরিতে বাধা প্রদান করা।
  • প্রতিবেদন প্রস্তুত করা।
  • নির্দিষ্ট পরিমাণ ডেটার খোঁজ করা।

Your Answer

18 + 17 =

error: Content is protected !!