সি ড্রাইভ কি ? What is C Drive

প্রশ্ন উত্তরCategory: কম্পিউটারসি ড্রাইভ কি ? What is C Drive
Read Alam asked 6 years ago

C Drive কি? জানতে চাই … 


1 Answers
Md Shariar Sarkar Staff answered 6 years ago

সি ড্রাইভ কি?

সি ড্রাইভ হলো সেই ড্রাইভ সেখানে বাই ডিফল্ট অপারেটিং সিস্টেম ইন্সটল হয় ।


আগে চলুন জানি ড্রাইভ কি ? ড্রাইভ বলতে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস গুলোর স্থায়ী মেমরিগুলোকে বোঝায় । যেমন যেমন পেন ড্রাইভ কিংবা হার্ড ডিক্স । কিংবা আগের দিনের ফ্লপি ড্রাইভ ।

এবার এই মেমরী ডিভাইস গুলো  যখন কম্পিউটার এর সাথে কানেক্ট হয়, তখন এদের চেনার জন্য Alphabetic Later গুলো ব্যবহার করা হয় যেমন A, B, C, D ইত্যাদি । এদের মধ্যে A এবং B রিজার্ভ করা আছে ফ্লপি ড্রাইভ এর জন্য ।

এখন কম্পিউটার এর হার্ড ড্রাইভ কে অনেকে আবার ভেঙ্গে ( লজিকালি, ফিজিকাল না  ) কয়েক ভাগে ভাগ করে  এবং প্রতিটি ভাগ এ এক একটি ড্রাইভ হিসেবে কাজ করে। তো এদের মধ্যে যে ড্রাইভে অপারেটিং সিস্টেম ইন্সটল হয়, সেটি হয়ে যায় C Drive এর বাকি গুলো একে একে D , E , F …

C Drive

C Drive

উপরের ছবিটি আসলে আমার কম্পিউটার এর হার্ড ড্রাইভ গুলো । সেখানে দেখুন, প্রথমের টির নাম যদিও দেয়া আছে Local Dist , কিন্তু ব্রাকেটের মধ্যে দেয়া আছে C:

তো এই ডাইভটির আসল নাম, সি ড্রাইভ, তার পাশের ট D Drive

Your Answer

5 + 0 =

error: Content is protected !!