ভাই আমি আরোও একবার প্রশ্ন করলাম, আমি আমার Acer ল্যাপটপ কিভাবে RAM পরিবর্তন করে নতুন র্যাম লাগাবো?
নিজে নিজে ই পরিবর্তন না করে ভালো হয় যেখান থেকে নিয়েছেন, সেখানে নিয়ে যাওয়া কিংবা আপানর আশেপাশের ভালো কম্পিউটার এর দোকান গুলোতে যেখানে RAM বিক্রি করে সেখানে যাওয়া । কারন হিসেবে বলতে পারি যে RAM গুলো DDR 2, DDR3 DDR 4 হয় । আপনার টা ডিডিআর ২, ৩ নাকি ৪ সেটা একটা বিশয় । সাথে আপনাকে খুলতে হবে আপনার Acer Laptop এর পিছনের পার্ট টি । সো সেটা নিজে নিজে প্রথম দিকে না করাই ভালো । যদিও তেমন কঠিন কিছু না । তবে রকমেন্ড করছি ভালো পরিচিত কোন কম্পিউটার এর দোকানের সহায়তা নেয়া কিংবা যারা এই লাইনে কাজ করে তাদের সাহায্য নেয়া …