JavaScript একটি Programing Language যেটিকে Script Language ও বলা যায় । এটি সাধারনত ওয়েবে ব্যবহার করা হয়। একটি ওয়েবসাইটের interactive activities গুলো যেমন কোন একটি বাটনে ক্লিক করলে কোন একটি অংশ চলে আসা কিংবা ওয়েবের বিভিন্য স্লাইডার গুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়ে থাকে ।
JavaScript Java থেকে আসনি তাই এটিকে Java Script না লিখাই ভালো । অনেকেই মনে করেন যে JavaScript আর Java বদহয় একই, কিন্তু না ।