ল্যাপটপে টিভি দেখার উপায় কি ?

প্রশ্ন উত্তরCategory: Questionsল্যাপটপে টিভি দেখার উপায় কি ?
Robi asked 6 years ago

আমার ল্যাপটপ এসার ব্রান্ড এর এবং Hard Disk 1TB । আমার অপারেটি সিস্টেম windows 7, আমার বাসাতে ডিস এর লাইন ও আছে । আমি কিভাবে আমার ল্যাপটপে টিভি দেখবো ? ল্যাপটপে টিভি দেখার উপায় কি জানাবেন প্লিজ …


4 Answers
Best Answer
Md Shariar Sarkar Staff answered 6 years ago

Laptop কিংবা Desktop PC তে TV দেখার জন্য TV Card ব্যবহার করা হয় । ডেক্সটপ মেশিনে Internal TV Card সহজেই যোগ করা যায় । আর ল্যাপটপ মেশিনের জন্য আছে USB TV Card । USB TV Card গুলো যোগ হয় USB Port এ তাই সহজেই ল্যাপটপে ব্যবহার করা য়ায়


কম্পিউটার কিংরা টিভির দোকান গুলো তে খুজলেই পেয়ে যাবেন টিভি কার্ড । দাম কোয়ালিটি ভেদে ১৫০০ থেকে ২৫০০ এর মতো । এবার সেই টিভি কার্ডের সাথে একটি সফ্টওয়ার ও দিয়ে দেবে । সেটি ইন্সটল করে নিন এবং ডিস লাইন দিন ।

আশা করি এবার উপভোগ করতে পারবেন ল্যাপটপে টিভি দেখার মজা । এবং মজার ব্যপার হল এগুলোতে আপনি টিভি অনুষ্টান রেকর্ড ও করে রাখতে পারবেন ।

Robi replied 6 years ago

ধন্যবাদ ভাই, উত্তর দেবার জন্য

sahidulislam answered 4 years ago

আমার ল্যাপ্টপের হার্ডডিস্ক নষ্ট কিন্তু সব ওকে পাওয়ার আসে কিন্তু এখানে কি টিভি কার্ড দিয়ে টিভি চলা যাবে?


Md Shariar Sarkar Staff answered 4 years ago

না , কারন এটি আপনার অপারেটিং সিস্টেম এ চালু হয় । মানে USB tv card টি Windows এ ইন্সটল হয়ে ব্যবহার করতে হয় ।


Abdullah Al Marjan answered 1 year ago

ভাই টিভি স্টিক্স লাগাইছি কিন্তু সব চ্যানেল আসে নাই।
মাত্র ১৩ টা চ্যানেল আসছে।কি করতে হবে বলবেন দয়া করে।।


Md Shariar Sarkar Staff replied 1 year ago

ডিস সংযোগ প্রভাইডার এর সাথে যোগাযোগ করেন ।

Your Answer

10 + 1 =

error: Content is protected !!