কীবোর্ড (Keyboard) এর সম্পর্কে জানতে চাই।

প্রশ্ন উত্তরCategory: Questionsকীবোর্ড (Keyboard) এর সম্পর্কে জানতে চাই।
Abdullah Al Faroque Staff asked 4 months ago


1 Answers
Abdullah Al Faroque Staff answered 4 months ago

কীবোর্ড (Keyboard):

কম্পিউটারে কোন তথ্য ইনপুট দেয়ার প্রধান এবং বহুল ব্যবহৃত যন্ত্রটির নাম কীবোর্ড (Keyboard)। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির বেশিরভাগ যন্ত্রসমূহে কীবোর্ডের (Keyboard) মাধ্যমে ইনপুট দেওয়া হয়ে থাকে। এ যন্ত্রকে দিয়ে কাজ করতে চাইলে যন্ত্রটিকে কিছু দিক নির্দেশনা প্রদান করতে হয়। আমরা যখন কীবোর্ডের (Keyboard) বাটন চেপে যন্ত্রটিকে নির্দেশনা দেই সে মোতাবেক যন্ত্রটি আমাদের চাহিদা অনুযায়ী কাজটি করে দেয়।


Keyboard

Keyboard

বর্তমান বিশ্বে আধুনিক কীবোর্ডের (Keyboard) ধারণার উৎপত্তি ঘটেছে টাইপ রাইটার নামক এক মেশিনের মাধ্যমে। কীবোর্ডে (Keyboard) বর্ণ, সংখ্যা এবং বিশেষ কিছু চিহ্ন একের পর এক সাজানো থাকে। কম্পিউটার কীবোর্ড (Keyboard) টাইপ রাইটারের মতো মনে হলেও বিশেষ কিছু কাজের জন্য অতিরিক্ত Key  এর প্রয়োজন হয়। কীবোর্ড (Keyboard) সাধারণত ইংরেজী ভাষার হলেও অন্যান্য ভাষারও কীবোর্ড (Keyboard) পাওয়া যায়। বর্তমান সময়ে মোবাইল ফোনগুলোতে বাংলা কীবোর্ডের (Keyboard) ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।

কীবোর্ড (Keyboard) বাংলা Font সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুনঃ On Screen Bangla Keyboard

Your Answer

0 + 0 =

error: Content is protected !!